টিকার বুস্টার ডোজ মঙ্গলবার শুরু, কারা পাবেন?

ফানাম নিউজ
  ২৭ ডিসেম্বর ২০২১, ১৭:২৭

দেশে করোনার টিকার বুস্টার ডোজ মঙ্গলবার থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন। বয়স্ক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারদের আগামীকাল ঢাকায় এই টিকা দেওয়া হবে।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। 

পরে বুস্টার ডোজের পুরো প্রক্রিয়া সম্পর্কে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর বলেন, কাল থেকে ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।  পর্যায়ক্রমে তা সারাদেশে দেওয়া হবে।   

যারা বুস্টার ডোজ পাবেন তাদেরকে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।  কাদের এসএমএস দেওয়া হবে এমন প্রশ্নে ডা. আহামেদুল কবীর বলেন, ‘যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এবং দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।’

গত সপ্তাহে দেশে বুস্টার ডোজ টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওই দিন স্বাস্থ্যমন্ত্রী এই টিকা নিয়ে জানান, বুস্টার ডোজ হিসেবে আপাতত ফাইজারের টিকা দেওয়া হবে।