উত্থান-পতনের মধ্য দিয়ে পার হলো ২০২১ সালের অর্থনীতি

ফানাম নিউজ
  ২৪ ডিসেম্বর ২০২১, ০৮:৪০
আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২১, ০৮:৪৩

আশাজাগানিয়া ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একের পর এক প্রতারণায় সর্বস্বান্ত হাজারও গ্রাহক। শেয়ারবাজারে ধস কাঁপন ধরিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জীবনে। রাজস্ব আদায়ে পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। তবে আশার খবরও আছে।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ রেকর্ড গড়েছে। বেড়েছে রপ্তানি, মাথাপিছু আয়। এগিয়েছে মেগা প্রকল্প মেট্রোরেল, কর্ণফুলি টানেলের কাজ। উদ্বোধনের অপেক্ষায় দক্ষিণাঞ্চলের লাইফ লাইন পদ্মা সেতু।

করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের উৎকণ্ঠা সামলে অনেকটাই ঘুড়ে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। তবে বছরের মাঝামাঝি সময়ে ধরা পড়ে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা। ই-ভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জ, কিউকম, আলেশা মার্টের মতো ডজনের বেশি প্রতিষ্ঠান প্রায় বিনামূল্যে মোটরসাইকেল বিক্রির আশ্বাসের পাশাপাশি অতি মুনাফার টোপ ফেলে গ্রাহকের কাছ থেকে হাজার হাজার টাকা লোপাট করে বিদেশে পাচার করে।

যদিও, প্রতারিত গ্রাহকদের আন্দোলন ও মামলায় ধরা পড়ে অধিকাংশ প্রতিষ্ঠানের কর্তাব্যাক্তিরা। তবে প্রতারকদের কাছে আটকে থাকা অর্থ ভুক্তভোগীরা কবে ফেরত পাবেন, সেখবর জানেন না কেউ।

২০২১ সাল ছিল ঋণ খেলাপিদের অর্জনের বছর। সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যাংক লোপাটের মাধ্যমে তাদের খেলাপি ঋণ ছাড়িয়েছে এক লাখ কোটি টাকা। বছরের ব্যবধানে রাজস্ব আদায় ১৫ শতাংশ বাড়লেও তা লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব কম আদায় হয়েছে ১৩ হাজার ৯৮ কোটি টাকা। বছরের শেষ দুই মাস ধরে চলছে পুঁজিবাজারের অস্থিরতা।

২০২১ এর অর্থনীতি বেশখানিকটা সুবাতাসও ছড়িয়েছে। গেল বছরের মাঝামাঝি সময় থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ধারা এ বছরও অব্যাহত ছিল। যার ওপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও রেকর্ড গড়ে ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়ায়। যদিও বছরের শেষে রেমিট্যান্সের গতিতে কিছুটা টান পড়েছে।

বাড়-বাড়ন্ত ছিল রপ্তানি খাত। গেল বছরের প্রথম ছয় মাসে যেখানে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছিল মাত্র শূন্য দশমিক ৩৩ শতাংশ। চলতি বছরে তা হয়েছে ২৪ দশমিক দুই-নয় শতাংশ। আর একক মাস হিসেবে গেল নভেম্বরে প্রবৃদ্ধি ৩১ শতাংশ ছাড়িয়েছে।

২০২১ এ দুই দফায় বেড়েছে মানুষের মাথাপিছু আয়। গত বছর মাথাপিছু আয় ২০২৪ ডলার চলতি বছরের মাঝামাঝি সময় হয় ২ হাজার ২২৭ ডলার এবং বছর শেষে এসে দাঁড়ায় ২ হাজার ৫৫৪ ডলারে। করোনার কারণে দেশে ফেরা প্রবাসী শ্রমিকরা ফেরত গেছেন আগেই, নতুন করে বাজার খুলেছে মালয়েশিয়ায়।

নির্মাণকাজ বহু দূর এগিয়েছে মেগা প্রকল্প মেট্রোরেল, কর্ণফুলী টানেলের। যান চলাচল শুরু হওয়ার অপেক্ষায় দক্ষিণাঞ্চলের লাইফ লাইন পদ্মা সেতু।

সূত্র: আরটিভি