শিরোনাম
সারাদেশে বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে শতভাগ চিকিৎসা সেবা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
সেখানে চিকিৎসা, ওষুধ, টেস্ট যা প্রয়োজন তার সবই বিনামূল্যে প্রদান করা হবে।
বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, ওষুধ, টেস্ট যা প্রয়োজন, তার সবই বিনামূল্যে প্রদান করা হবে জানিয়ে মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে এগ্রিমেন্ট হয়ে গেছে। এটি আগামী জানুয়ারি থেকে কার্যকর করা হবে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ঘর করে দেওয়া হবে। এছাড়া মুক্তিযোদ্ধারা মারা গেলে তাদের একই রকম ডিজাইনের কবর করে দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।