শিরোনাম
পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘পাখি মেলা ২০২২’। মেলায় পাখি সংরক্ষণ ও গবেষণায় অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেবে আয়োজক কর্তৃপক্ষ। এ জন্য পাখি সম্পর্কিত তথ্য-চিত্র, সংবাদ ও প্রবন্ধ আহ্বান করেছে মেলা আয়োজকরা।
পাখি মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে পাখির নতুন প্রজাতি, বিপন্ন বা বিরল প্রজাতির পাখির সন্ধান, পাখির উপর যে কোনো চমকপ্রদ পর্যবেক্ষণ পর্যালোচনা করে তিনজনকে ‘বিগ বার্ড বাংলাদেশ’ অ্যাওয়ার্ড ও গত দুই বছরে প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় পাখি তথা জীববৈচিত্র্য সম্পর্কিত সংবাদ পর্যালোচনা করে তিনজনকে ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড’দেওয়া হবে।
এছাড়াও গত দুই বছরে পাখির উপর সাইন্টিফিক জার্নালে প্রকাশিত প্রবন্ধ পর্যালোচনা করে একজনকে ‘সাইন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড’ ও মেলায় পত্র-পত্রিকা, প্রকাশনা, ছবি ইত্যাদি দ্বারা স্টল সাজিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম প্রদর্শনীর উপর পুরস্কার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগ বার্ড অ্যাওয়ার্ডের জন্য পর্যবেক্ষণের স্বপক্ষে ছবি, ভিডিও বা যেকোনো তথ্যপ্রমাণ ‘বিগ বার্ড বাংলাদেশ’ এর ফেসবুক গ্রুপ অথবা মেলার আহ্বায়ক বরাবর পাঠাতে হবে। এছাড়াও কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড ও সাইন্টিফিক পাবলিকেশন অ্যাওয়াডের জন্য প্রকাশিত সংবাদ বা সংবাদের লিঙ্ক ও প্রকাশিত প্রবন্ধ [email protected] এ পাঠাতে হবে। তথ্য-চিত্র পাঠানো ও যোগাযোগের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
এ ব্যাপারে অধ্যাপক মো. কামরুল হাসান বলেন, ‘করোনার কারণে গত বছর পাখি মেলা হয়নি। এবছর যথারীতি মেলা বসবে। মেলার অন্যতম একটি অনুসঙ্গ অ্যাওয়ার্ড প্রদান। আমরা সঠিক যাচাই-বাচাইয়ের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিকে অ্যাওয়ার্ড দিতে চাই।’
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা, পাখি বিষয়ক কুইজ, অডিও-ভিডিও মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা প্রভৃতি থাকবে।
সূত্র: জাগো নিউজ