ফুলেল শ্রদ্ধায় সিক্ত মুশতারী শফী

ফানাম নিউজ
  ২১ ডিসেম্বর ২০২১, ১৪:৫৭

একাত্তরের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী, সাহিত্যিক বেগম মুশতারী শফীকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। 

মঙ্গলবার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে আনা হয়। 

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সোমবার বিকাল ৫টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মুশতারী শফী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

৮৩ বছর বয়সি বেগম মুশতারী শফী দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগও ছিল তার। 

তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

শহিদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে আগামীকাল বুধবার চট্টগ্রাম নেওয়ার কথা রয়েছে।