শিরোনাম
মহান বিজয় দিবস আজ। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সূত্র: আরটিভি
এই দিসবটি উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।
রাজধানী ছাড়াও সারাদেশে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর তুলে ধরা হলো-
পটুয়াখালী : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ডিসি স্কোয়ার চত্বরে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা হয় এবং সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ফরিদপুর : নানা আয়োজনে মধ্য দিয়ে ফরিদপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কালিয়াকৈর (গাজীপুর) : বিজয় দিবসের ৫০ বছর পূতি উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গণে একটি আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট : নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে বাগেরহাটে। বুধবার (১৫ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়।
দিনাজপুর (হিলি) : দিনাজপুরের হাকিমপুরে (হিলি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুহাড়াপাড়াস্থ সন্মুখ সমরে ৫০ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
কিশোরগঞ্জ : ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কিশোরগঞ্জে ব্যাপক-উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিনের শুরুতেই ভোরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরই পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ শ্রদ্ধা নিবেদন করেন।
নাটোর : যথাযথ মর্যাদা ও প্রাণের উচ্ছ্বাসে এবার মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক দিনের শুরুতেই আনন্দ-উৎসবে মেতে উঠেছে নাটোরের সর্বস্তরের মানুষ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে।
ঝালকাঠি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করবেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
কুষ্টিয়া : কুষ্টিয়াতে দেশের বীর সন্তানদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হচ্ছে। মহান বিজয় দিবস ও মহান স্বাধীনতা বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে কুষ্টিয়া কালেক্টর চত্তরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে তোপধ্বনি হয়। পরে যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে স্মৃতিস্তম্ভে ফুল দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খায়রুল আলম। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান।
ব্রাহ্মণবাড়িয়া : যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার ভোরে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়।
হবিগঞ্জ : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
রাজশাহী : মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রাজশাহী কলেজ শহীদ মিনারে আওয়ামী লীগসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।