শিরোনাম
সংস্কারকাজের জন্য ১০ ডিসেম্বর থেকে রাতের বেলায় আট ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ আছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্বিন্যাস করার পর বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এরই মধ্যে পাঁচ দিনের জন্য দিনের বেলায়ও সোয়া দুই ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকছে। ফলে এই সময়ে যাত্রী ব্যবস্থাপনায় চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজয় দিবসের কুচকাওয়াজে ফ্লাই ফাস্টের প্রস্তুতির জন্য ১১ থেকে ১৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করা হবে। এই ৫ দিন সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।
এয়ারলাইনসগুলো জানিয়েছে, সকালের ওই সময়ের ফ্লাইটগুলোর সময়সূচিও পুনর্বিন্যাস করা হয়েছে। যাত্রীদের পরিবর্তিত সময়সূচি এয়ারলাইনসগুলোর কাছ থেকে জেনে নিতে বলা হয়েছে।
বিমানবন্দরে হাইস্পিড ট্যাক্সিওয়ের নির্মাণকাজের জন্য ১০ ডিসেম্বর থেকে ৬ মাস রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ রাখছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তিত হওয়ায় বিমানবন্দরে যাত্রী ব্যবস্থাপনায় বেশ চাপ পড়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টা পর্যন্ত কোনো ফ্লাইট বিলম্ব হয়নি। তবে দুপুর ১২টা পর্যন্ত ১৮টি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে। এসব ফ্লাইটের কোনো কোনোটি ছাড়তে ১৫ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত দেরি হয়। দুপুর ১২টা থেকে বেলা ৩টায় ৫টি ফ্লাইট, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪টি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।
সূত্র: প্রথম আলো