১১ দিনে স্কুলে ভর্তির আবেদন সাড়ে ৯ লাখ

ফানাম নিউজ
  ০৬ ডিসেম্বর ২০২১, ১২:৩১

গত ২৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির আবেদন শুরু হয়েছে। এখন পর্যন্ত সাড়ে ৯ লাখ আবেদন জমা পড়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এতথ্য নিশ্চিত করেছেন।

মাউশির তথ্য মতে, সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য রোববার (৫ ডিসেম্বর) রাত পর্যন্ত ৬ লাখ ৪৭ হাজার ৮৭৪টি আবেদন এসেছে। আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৫ হাজার ২৩টি আবেদন জমা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে।

তথ্য মতে, ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ফরম বিতরণ করা হবে না। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। সেজন্য যেতে হবে gsa.teletalk.com.bd এই ঠিকানায়। এখান থেকে সরকারি বা বেসরকারি অপশনে ক্লিক করে আবেদন ফরমে যেতে হবে। এ পর্যায়ে যেসব তথ্য চাওয়া হবে সেগুলো দেওয়ার পর ছবি দিতে হবে।

ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা শুধু টেলিটক প্রি-পেইড থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করা যাবে।