শিরোনাম
নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আজ শুক্রবারও (৩ নভেম্বর) রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা।বেলা ১১টার দিকে রাজধানীর রামপুরা সেতুর ওপরে সড়কে অবস্থান নেয় তারা।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবি জানায়। পরে দুপুরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়ে তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘নিরাপদ সড়ক ও সারাদেশে সব শিক্ষার্থীর জন্য হাফ ভাড়াসহ আমরা যে ১১টি দাবি উত্থাপন করেছি সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
তারা আরও বলেন, ‘যেহেতু আগামীকাল এইচএসসি পরীক্ষা আছে তাই আমরা আগামীকাল দুপুর ১২টায় রাস্তায় দাঁড়াব আমাদের দাবির পক্ষে। আজকের মতো আমরা আমাদের কর্মসূচি শেষ করে ফিরে যাচ্ছি।’
ঘটনাস্থলে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল ওই এলাকায়।