শিরোনাম
রাজধানীর রামপুরা ব্রিজে এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভে ওই সড়কে যান চলাচল সীমিত রয়েছে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা শুধুমাত্র ঢাকার গণপরিবহন আটকে রেখে অ্যাম্বুলেন্স ও মালামালের ট্রাক ও লরি ছেড়ে দিচ্ছে।
বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পতাকাবাহী একটি গাড়ি দেখে আটকে দেয় শিক্ষার্থীরা। পরে চালক বলেন ‘এটা সরকারি গাড়ি।’
এতে শিক্ষার্থীরা বলে, ‘সরকারি গাড়ি তো কী হইছে? কাগজটা দেখি।’ এরপর ওই গাড়িটি রাস্তার পাশে থামাতে বললেও তা টেনে চলে যায়। সে সময় গাড়িটি খালি ছিল। ভেতরে কোনো ভিআইপি ছিলেন না।
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদে রামপুরা ব্রিজ অবরোধ করে চলা বিক্ষোভের কারণে রামপুরা থেকে বাড্ডা-শাহজাদপুর পর্যন্ত রাস্তার উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ট্রাফিক নিয়ন্ত্রণে বাড্ডা পোস্ট অফিস এলাকায় রামপুরার দিকের রাস্তা আটকে দিয়েছে পুলিশ।
সূত্র: জাগো নিউজ