শিরোনাম
ঢাকায় চলাচলকারী পরিবহন মালিকদের ৮০ শতাংশ গরিব বলে মন্তব্য করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেছেন, একটি বাস দিয়ে নিজের সংসার চালায় কেউ কেউ। তারা কীভাবে ক্ষতি সামলাবে।
শনিবার (২৭ নভেম্বর) বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ঠিক করা নিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘হাফ ভাড়া নেওয়া হলে সরকার কীভাবে বাস মালিকদের ক্ষতি পোষাবে আগে সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিতে চাই। এ ব্যাপারে আমরা আন্তরিক। কিন্তু আগে অনেক বিষয়ের সমাধান করতে হবে।’
কে শিক্ষার্থী আর কে শিক্ষার্থী নয় এ নিয়ে জটিলতা হবে জানিয়ে এনায়েত উল্যাহ বলেন, ‘বাসে উঠে সবাই বলবে আমরা ছাত্র। অনেকে এ সুবিধা নেওয়ার জন্য আইডি কার্ড বানিয়ে নিতে পারে। সরকার এর সমাধান কীভাবে করবে সেটাও দেখতে হবে।’
এদিকে হাফ ভাড়া নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিআরটিএ এবং পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে এটি চালু করতে সরকারের কাছে কয়েক দফা প্রস্তাব তুলে ধরেছেন পরিবহন নেতারা।
বৈঠকে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ঢাকা মহানগরে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কত ছাত্র পড়াশোনা করে, কত ছাত্র বাস ব্যবহার করে, সবার আর্থিক অবস্থা একই রকম কিনা বিষয়গুলো জানা দরকার।
তিনি আরও বলেন, ৫০ ভাগ ভাড়া নিতে গিয়ে যদি দেখা যায় ছাত্রের সংখ্যা অনেক বেশি, সে ক্ষেত্রে পরিবহন সেক্টর চালানোর জন্য ভর্তুকির পরিমাণ কী হবে সেটাও প্রস্তাবে এসেছে। এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে।
বৈঠকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন বাবু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মো. আশফাকসহ বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।