‘অর্ধেক ভাড়া শিক্ষার্থীদের অধিকার’

ফানাম নিউজ
  ২২ নভেম্বর ২০২১, ১৬:৪৬

বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণের দাবি করেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, হাফ পাস ভাড়া শিক্ষার্থীদের দাবি নয়, বরং অধিকার। 

সোমবার বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির বিবৃতিতে এসব কথা বলা হয়।

গণপরিবহণে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ারও দাবি জানানো হয় যাত্রীকল্যাণ সমিতির বিবৃতিতে।

এতে বলা হয়, মহানগরীসহ শহরতলির বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণে ৭০ শতাংশ আসন গড় বোঝাই ধরে ভাড়া নির্ধারণ করা হয়। ফলে অবশিষ্ট ৩০ শতাংশ আসনের ভাড়া বাকি ৭০ শতাংশ যাত্রী পরিশোধ করেন। তাই ৩০ শতাংশ আসনে শিক্ষার্থী ও প্রতিবন্ধী যাত্রীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের ভুল বুঝিয়ে নানা খাতে অযৌক্তিক ও অতিরিক্ত ব্যয় দেখাচ্ছেন বাসমালিকরা। এভাবে একচেটিয়া ভাড়া বৃদ্ধি যাত্রীদের গলার কাঁটায় পরিণত হয়েছে।