টুকু নির্বাচনী এলাকা ছেড়েছেন কিনা জানতে চান হাইকোর্ট

ফানাম নিউজ
  ২২ নভেম্বর ২০২১, ১৫:৪০

পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা চিঠি দেওয়ার পরও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু নির্বাচনী এলাকা ছেড়েছেন কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

ওই পৌরসভার স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাতেনের করা রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও মো. সাইফুল আলম।

পরে খুরশীদ আলম খান বলেন, গত ১৪ নভেম্বর রিটার্নিং কর্মকর্তা সংসদ সদস্য শামসুল হক টুকুকে নোটিশ দিয়েছেন। সেই চিঠি কতটুকু প্রতিপালিত হচ্ছে তা ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিয়ে জানাতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার ফের মামলাটি কার্যতালিকায় আসবে।

সংসদ সদস্যের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করার বৈধতা নিয়ে রিট করেন স্বতন্ত্র প্রার্থী আবদুল বাতেন। ‘মায়াদয়া করব না, পিষে দেব’- এই শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনও রিটে সংযুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান বলেন, ‘আচরণবিধি অনুযায়ী সংসদ সদস্য পর্যায়ের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনী এলাকায় অবস্থান করে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুকে এই বিধান মেনে চলার অনুরোধ জানিয়ে এলাকা ত্যাগ করতে চিঠি দেয়া হয়েছে।’

সূত্র: জাগো নিউজ