একদিনে আরও ৭২ ডেঙ্গুরোগী হাসপাতালে

ফানাম নিউজ
  ১৯ নভেম্বর ২০২১, ১৮:২৯

গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭২ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৪২৩ জন। বাকি ৯৪ জন ঢাকার বাইরের অন্য বিভাগের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ২০১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৫৮৬ জন। এ সময়ে ৯৮ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।