শিরোনাম
খুলনার দিঘলিয়া উপজেলার শিশু তামিম মোল্লা (৭) হত্যাকাণ্ডের আসামি ওবাইদুল্লাহ ওরফে ওবাই শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে, মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় দিঘলিয়ার লাখোহাটি গ্রাম থেকে ওবাইদুল্লাহকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই খুলনার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি বিকেলে শিশু তামিম মোল্লা মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতেও ফিরে না আসায় তামিমের পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেন। ২৬ ফেব্রুয়ারি লাখোহাটি গ্রামের গোয়ালাবাদ বিলে তামিমের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তামিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন।
তিনি আরও জানান, পিবিআই দায়িত্ব পাওয়ার পর অনুসন্ধান চালিয়ে ওবায়দুল্লাহকে গ্রেফতার করে। বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওবাইদুল্লাহ জানিয়েছেন, বলাৎকারে বাধা দেওয়ায় তামিমকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। পরে হাত-পা বেধে মরদেহটি বিলের মধ্যে ফেলে দেন ওবাইদুল্লাহ।
সূত্র: জাগো নিউজ