বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা

ফানাম নিউজ
  ১৩ নভেম্বর ২০২১, ১৯:৫০

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরও ১৫৯ জন। তবে এ সময়ে নতুন করে ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। আক্রান্তদের দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১২৪ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৩৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১০৩ জন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৪২ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩৫ জন।