কোন কোন প্রতিষ্ঠান ল্যাব বসাবে জানা যাবে আজ

ফানাম নিউজ
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৩০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং ইয়ার্ডের ছাদেই সংযুক্ত আরব আমিরাতগামীদের করোনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) পাঠানো ছয় প্রতিষ্ঠানের তালিকা গত শুক্রবার ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে পাঠানো হয়। কাগজপত্র যাচাই-বাচাই করে আজ রোববার দূতাবাস তাদের মতামত দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র: দৈনিক আমাদের সময়

দূতাবাস যাদের মনোনীত করবে তারা ল্যাব স্থাপনসহ দ্রুততম সময়ে বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হবে বলে আমাদের সময়কে নিশ্চিত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতেও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, আগামী তিন-চার দিনের মধ্যে এ কার্যক্রম শুরু হবে।

তার আগে গতকাল বিমানবন্দরে ল্যাব স্থাপনের এলাকা পরিদর্শন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এ সময় সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বিমানবন্দরের পার্কিং ইয়ার্ডের ৪০ হাজার বর্গফুট জায়গাজুড়ে করোনা পরীক্ষার ল্যাব, স্যাম্পল কালেকশন বুথ এবং যাত্রী অপেক্ষাকক্ষ স্থাপন করা হবে। সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীরা প্রথমে বুথে গিয়ে স্যাম্পল দেবেন। এর পর তারা ফলের জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করবেন। ফল নেগেটিভ এলে তাদের বারকোডযুক্ত সার্টিফিকেট দেওয়া হবে। শুধু আরটি পিসিআর পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেটধারীরাই বিমানের বোর্ডিং কার্ডসহ ইমিগ্রেশনের অনুমতি পাবেন। যাদের ফল পজিটিভ আসবে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আইসোলনসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতগামীদের দাবির মুখে গত বুধবার সাত প্রতিষ্ঠানকে বিমানবন্দরে ল্যাব স্থাপনের অনুমোতি দেয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছেÑ গুলশান ক্লিনিক লিমিটেড, স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল প্রাইভেট লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে গত বৃহস্পতিবার এক সভায় অনুমতিপ্রাপ্ত সাত প্রতিষ্ঠানের কাছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চাওয়া হয়। এর মধ্যে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল তা জমা দেয়নি। তাই গত শুক্রবার ছয় প্রতিষ্ঠানের এসওপি পাঠানো হয় ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে। 

এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, এসওপি জমা দেওয়া ছয় প্রতিষ্ঠানের কাগজপত্র ইউএই দূতাবাসে পাঠানো হয়েছে। রবিবার তাদের মতামত জানানোর কথা। যেসব প্রতিষ্ঠানকে দূতাবাস মনোনীত করবে তারাই ল্যাব স্থাপনসহ বিমানবন্দরে করোনা পরীক্ষার অনুমতি পাবে।