শিরোনাম
অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ১১ বছরের কারাদণ্ড হয়েছে। এ মামলায় আট আসামি বিভিন্ন মেয়াদে সাজা ও দুজন খালাস পেয়েছেন। পলাতক থাকায় এ মামলায় এসকে সিনহার পক্ষে কোনো আইনজীবী ছিল না। সূত্র: যুগান্তর
আসামিপক্ষের আইনজীবী মো. শাহীনুর ইসলাম অনি বলেন, সাবেক প্রধান বিচারপতির সাজা হওয়াটা যে কোনো বিচারব্যবস্থার জন্য কোনো সুখদায়ক বিষয় না।
তিনি বলেন, আমরা যারা এই অঙ্গনে আছি, যারা বিচারব্যবস্থার সঙ্গে জড়িত এবং যখন প্রধান বিচারপতির সাজা হচ্ছে কোনো মামলাতে, তখন আলটিমেটলি নেতিবাচক প্রভাব বলেই মনে করি।
মঙ্গলবার রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রায়ের সার্টিফায়েড কপি হাতে পাওয়ার পর হাইকোর্টে দ্বারস্থ হব।
আসামিপক্ষের এ আইনজীবী বলেন, আমাদের জানামতে, বাংলাদেশে এই প্রথম সাবেক কোনো বিচাপতির সাজা হলো।
এ সময় সাংবাদিকরা জানতে চান— ‘আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, সাবেক প্রধান বিচারপতি প্রভাব খাটিয়ে টাকা উত্তোলন করেছেন। তার অ্যাকাউন্টে বিভিন্ন এফডিআর করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে— এসব বিষয়ে আদালত কী বলেছে? ’
এর জবাবে আইনজীবী অনি বলেন, এই যে বিদেশে পাচারের যে বিষয়টি বলা হচ্ছে, বিদেশে যে টাকা পাচার হয়েছে, সে বিষয়ে কোনো এভিডেন্স প্রসিকিউশন থেকে আনা হয়নি। আনতে উনারা পারেননি।