দ্বিতীয় ডোজ পেলেন ৩ কোটি ১২ লাখ ৮৮ হাজার মানুষ

ফানাম নিউজ
  ০৯ নভেম্বর ২০২১, ১৫:০৬

করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ১২ লাখ ৮৮ হাজার ৫৭২ জন। এরমধ্যে রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না এবং চীনের তৈরি সিনোফার্ম।

রোববার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে আজ (৭ নভেম্বর) করোনা টিকার ১৩ লাখ ২০ হাজার ৬১০ ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৯ লাখ ৩ হাজার ৬০ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫৫০ জন।

এখন পর্যন্ত মোট ৭ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার ৭০২ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। তারমধ্যে ৪ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ১৩০ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ১২ লাখ ৮৮ হাজার ৫৭২ জন।