বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

ফানাম নিউজ
  ০৯ নভেম্বর ২০২১, ১৫:০৪

তেলের দাম এবং বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বাম সংগঠনগুলো।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন এলাকায় জড়ো হন বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন।

এসময় শাহবাগ থেকে পল্টন, সায়েন্সল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।

এতে অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও পাহাড়ি ছাত্র পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী।

এসময় সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।