শিরোনাম
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন স্থানীয় সরকারের পৌরসভা ও নির্বাচনে কোনো রকম অনিয়ম বরদাশত করা হবে না। নির্বাচন সুষ্ঠু অবাধ করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিকতার সাথে কাজ করতে তিনি নির্দেশ দেন। সূত্র: কালেরকণ্ঠ
শনিবার নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার নোয়াখালীর কবিরহাট পৌরসভা, হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, (পিপিএম), বিজিবি ফেনী ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল আবদুর রহিম, র্যাব ১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প ইনচার্জ জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম কর্মকর্তাসহ নির্বাচনে সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
প্রধান অতিথি বক্তব্যে নির্বাচন কমিশনার নির্বাচনে দায়িত্বপালনকারী সকলকে আন্তরিকতার সাথে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার অনুরোধ জানান। একইসাথে নির্বাচনে কোনো প্রার্থী, সমর্থক, ভোটার যে কেউ অনিয়মের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।