শিরোনাম
জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনের এই কর্মসূচিকে কেন্দ্র করে হাইকোর্ট মোড় এলাকা থেকে মৎস্যভবন পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান করছেন। এ কারণে প্রেসক্লাব থেকে পল্টন, পল্টন থেকে হাইকোর্ট মোড়ে যাওয়ার সড়কটি বন্ধ রয়েছে। এর প্রভাবে আশেপাশের সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়েছে।
মানববন্ধনে নতুন বাজার বাশতলা এলাকা থেকে আসা বিএনপির কর্মী রাজু জানান, গতকাল রবিবার রাতে এই মানববন্ধনের বিষয়ে তাকে ফোনে জানানো হয়। তিনি অন্তত ২০০ জন নেতাকর্মী নিয়ে এসেছেন কর্মসূচিতে।
আব্দুল জলিল নামে আরেক কর্মী জানান, তিনি মোহাম্মদপুর থেকে এসেছেন কিন্তু তিনি জানেন না ঠিক কী কারণে এই মানববন্ধন। তিনি বলেন, ‘দলের পক্ষ থেকে এখানে আসতে বলা হয়েছে।’
এদিকে, কর্মসূচিতে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
সকাল পৌনে ১২টার সময় কর্মসূচি চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে যোগ দিয়েছেন মানববন্ধনে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর নেতা আবদুস সালাম, আমান উল্লাহ আমানসহ অনেকে রয়েছেন।
সূত্র: বাংলা ট্রিবিউন