শিরোনাম
ডিজেলের দাম কমানোসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
সংগঠনটির সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ জানান, যাতায়াতে বিভিন্ন সেতুতে বাড়তি টোলের পাশাপাশি চাঁদা আদায় করা হয়। এটা বন্ধ করতে হবে। সরকার বাস ও লঞ্চ মালিকদের আন্দোলনের সমাধান করলেও ট্রাক কাভার্ডভ্যানের ভাড়ার বিষয়ে উদাসীন। ট্রাক শ্রমিকদের দাবি, শিগগিরই সরকারকে এর সুরাহা করতে হবে। নইলে আন্দোলন অব্যাহত থাকবে।
অপরদিকে তিন দিন ভুগিয়ে ভাড়া বাড়িয়ে চলাচল শুরু করেছে বাস ও লঞ্চ। সোমবার সকাল থেকে রাজধানীর প্রতিটি রুটে বিভিন্ন পরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে।
তবে বাসে অতিরিক্ত ভাড়া বাড়ানোর করণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। যাত্রীদের কথা বিবেচনায় না নিয়ে কেবল মালিকপক্ষকে সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন অধিকাংশ যাত্রী। দ্রুতই এই ভাড়া পুনর্বিবেচনা করার আহ্বানও জানিয়েছেন তারা। ঢাকা মহানগরের বাসযাত্রীদের মত ক্ষোভ জানিয়েছেন দূরপাল্লার পরিবহন যাত্রীরাও।