শিরোনাম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একজন দিয়ে দেশে করোনায় মৃত্যু শুরু হয়েছিল, গতকালই (শনিবার) আমরা সেই একজনে ফিরেছি। এতদিন পর হলেও ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণে মৃত্যু একজনে নেমে এসেছে।
রোববার (৭ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফার্মার কারখানা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় করোনা সংক্রমণ ঠেকাতে চলতি মাসে (নভেম্বর) দেশজুড়ে তিন কোটি ডোজ টিকা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন জাহিদ মালেক।
তিনি বলেন, ২১ কোটি টিকা ক্রয় করা হয়েছে। সিরিঞ্জও বিদেশ থেকে ক্রয় করেছি। সেগুলো আমরা শিডিউল অনুযায়ী পাচ্ছি। টিকা কার্যক্রম চলতে থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বিধায় দেশের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে আসছে। এটা আমরা স্বাভাবিক রাখতে চাই। এটা সম্ভব হবে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি।