‘‌ডিজেলের ‌দাম বাড়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার’

ফানাম নিউজ
  ০৬ নভেম্বর ২০২১, ১৮:১৬

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ডিজেলের দাম বাড়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে আছেন সেখানে থেকেই তিনি বাংলাদেশের সকল বিষয়ে খোঁজখবর রাখছেন। আমরা চেষ্টা করব যাতে ভোক্তার ব্যথাটা কমে। সকলের মত প্রকাশ করার অধিকার আছে। তবে ধর্মঘট এর সমাধান না। ধর্মঘট করে হরতাল করে বেশি একটা উপকার হবে না। এক জায়গায় বসে ঠান্ডা মাথায় এটি সমাধানের চিন্তা করতে হবে।

আজ শনিবার (৬ নভেম্বরে) দুপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘ডিজেলের দাম বৃদ্ধি আসলেই চিন্তার বিষয়। তবে পৃথিবীর সব কিছু সরকারের নিয়ন্ত্রণে নয়। সরবরাহ এবং চাহিদার উপর নির্ভরশীল। কারণ ডিজেল কিংবা পেট্রোল আমরা তৈরি করি না। মূলত যেখানে ডিজেল কিংবা পেট্রোল উৎপাদন হয় আর সেখানের মহাজনরা যখন দাম বাড়ায় তখন আমাদের বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়। আর সেই দামগুলো কাউকে না কাউকে বহন করতে হবে। পরিশেষে যারা এটা ভোগ করে ভোক্তাদের উপর এটা গড়িয়ে চলে আসে।’

এর আগে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। এরপর পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমবায় অফিস আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নিলীমা চন্দ, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ প্রমুখ।