এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে রওশন এরশাদ

ফানাম নিউজ
  ০৬ নভেম্বর ২০২১, ১৩:৫৯

গুরুতর অসুস্থ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের সংসদ-সদস্য রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে রয়েছেন তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। রওশনের পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এ কথা জানানো হয়।

রাহগির আল মাহি সাদ এরশাদ জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে রওশনের চিকিৎসা হবে। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন জাতীয় পার্টির এই প্রধান পৃষ্ঠপোষক। দুই মাসের বেশি সময় ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায় ২০ অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছে।