বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, ৩ লাশ উদ্ধার

ফানাম নিউজ
  ০১ নভেম্বর ২০২১, ১৮:৫০

বুড়িগঙ্গা নদীতে মালবাহী নৌযানের ধাক্কায় একটি খেয়া নৌকা ডুবে এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সূত্র: যুগান্তর

নিহতরা হলেন- রেখা (২৭), তার মেয়ে সানজিদা ও রেখার বড় বোনের ছেলে শফিকুল (৭)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন রেখার বড় বোন শীতল। 

বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এবিএম আব্দুস সোবহান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর ফ্যানঘাট থেকে একটি খেয়া নৌকা ৯ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের খাগাইল ঘাটে যাচ্ছিল। মাঝ নদীতে মালবাহী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। দুপুর পৌনে ১টার দিকে তারা নিখোঁজ রেখার লাশ উদ্ধার করেন। পরে দুপুর সোয়া ১টায় রেখার মেয়ে সানজিদা ও বিকাল ৪টার দিকে রেখার বড় বোন শীতলের ছেলে শফিকুলের লাশ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন শীতল।