বাজারে ‘দেশি’ মাছের দাম চড়া

ফানাম নিউজ
  ২৯ অক্টোবর ২০২১, ২৩:১৭

ভরা মৌসুমে নদী-হাওর ও খাল-বিলের মাছ বাজারে উঠলেও দাম চড়া। কারণ, এবার হাওরাঞ্চলের মতো নদী ও খাল-বিলে মাছ কম ধরা পড়ছে। এতে বাজারে ‘দেশি’ মাছের বাজার চড়া বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা। সূত্র: আরটিভি

নদী-হাওর ও খাল-বিলের মাছের বাজার চড়া হলেও খামার বা ঘেরে চাষ হওয়া মাছের দাম কিছুটা কম।


শুক্রবার (২৯ অক্টোবর) কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, রামপুরা বাজারসহ রাজধানীর বেশ কয়েকটি মাছ বাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায়।

চলতি মাসে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ বন্ধ থাকার পর বিধিনিষেধ তুলে নেওয়া হলেও বাজারগুলোতে ইলিশ মাছ কম চোখে পড়ছে। বাজারে যেসব ইলিশ থাকলেও দাম চড়া বলে ক্রেতারা জানান।

রাজধানীর মাছের বাজারগুলোতে দেশি জাতের চিংড়ি ৮০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টেংরা ৭০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, আইড়, চিতল, বেলে মাছ আকারভেদে ৭০০ থেকে ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে চাষের চিংড়ি ৬৫০ থেকে ৭০০ টাকা, রুই ২৮০ থেকে ৩৫০ টাকা, টেংরা ৫০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৫০০ থেকে ৫৫০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারের মাছ বিক্রেতা মো. ইব্রাহিম বলেন, বিগত বছরগুলোতে এ সময়ে বাজারে দেশি মাছ বাজারে উঠলেও এবার খুব একটা উঠছে না। অন্য বছরগুলোর তুলনায় এবার বাজারে দেশি মাছের দামও একটু বেশি। হাওরাঞ্চল বাজারগুলোতে দেশি মাছের জোগান কম।

রামপুরা বাজারের মাছ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, অক্টোবর-নভেম্বরের সময়টিতে আমরা আগে দেশি মাছ বেশি বিক্রি করেছি, মাছ আসতো বেশি। এবার সেই অবস্থা নেই। খাল-বিলে এখন মাছ কমে গেছে। চাষের মাছই এখন ভরসা। দেশি মাছ অল্পস্বল্প এলেও দাম অনেক বেশি।