‘চিকিৎসকরা মতামত দিলে রওশন এরশাদকে বিদেশে নেওয়া হবে’

ফানাম নিউজ
  ২৮ অক্টোবর ২০২১, ১৬:৩৯

চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘রওশন এরশাদের ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে, কিন্তু নিস্তেজ অবস্থায় আছেন তিনি।’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জিএম কাদের এ তথ্য জানান। রওশন এরশাদের রোগমুক্তি কামনায়  এ অনুষ্ঠান করা হয়।

জিএম কাদের বলেন, ‘দীর্ঘ দিন ধরে রওশন এরশাদ সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে, কিন্তু নিস্তেজ অবস্থায় আছেন তিনি। চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেওয়া হবে।’ চিকিৎসকরা বলেছেন, রওশন এরশাদ মূলত বার্ধক্যজনিত  রোগে ভুগছেন। তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান গোলাম মোহাম্মদ কাদের।

সূত্র: বাংলা ট্রিবিউন