শিরোনাম
২০২২ সালের সরকারি ছুটি ২২ দিন। এর মধ্যে ৬ দিন শুক্র ও শনিবার। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভার্চুয়ালি এতে অংশ নেন।
পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২২ সালে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আটদিন সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে ছুটি থাকবে ২২ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে ছয়দিন।
এবারও বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটি থাকবে তিনদিন।
ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে বলেও জানান সচিব।
সূত্র: বাংলা ট্রিবিউন