শিরোনাম
নিজের সড়ক পরিবহণ ও সেতু বিষয়ক মন্ত্রণালয় নিয়ে স্বস্তিতে নেই বলে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় নিজের মন্ত্রণালয়ের ব্যাপক উন্নয়নের পরও সড়ককে নিরাপদ না করতে পারায় তিনি এই অস্বস্তি প্রকাশ করেছেন।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমরা সড়কে শৃঙ্খলা কেন আনতে পারব না।আমি মনে করি, সড়কে শৃঙ্খলা আনাই বড় চ্যালেঞ্জ।
আজ জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, অনেকগুলো ত্রুটি আমাদের আছে সেটা তো অস্বীকার করে লাভ নেই। সুন্দর সুন্দর ব্যানার পোস্টার করলেই আমাদের দায়িত্ব শেষ হয় না।নিরাপদ সড়ক দিবস করতে হবে প্রতিদিন।
সড়কে শৃঙ্খলা ফেরানোই চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, এত উন্নয়ন হলো কিন্তু অনেকে বলেন- এই কাজটি হয় না কেন। সড়কে শৃঙ্খলা কেন আনতে পারব না। এখন সংকট শৃঙ্খলা, পরিবহণ ও সড়কের। এখানে ব্যর্থ হলে আমাদের উন্নয়ন ম্লান হয়ে যাবে। এটাই আমাদের চ্যালেঞ্জিং। কাজের মান ও গতি দুটোই ঠিক রাখতে হবে।