শিরোনাম
সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আজ শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন হাজারো শিক্ষার্থী। মোড়ের আশে পাশে যেখানেই পুলিশ অবস্থান নিয়েছে সেখানে একে অপরের হাত ধরে মানববর্ম তৈরি করেছেন আন্দোলনকারীরা।
বিকেলে ৫টার পর থেকে শাহবাগ মোড়ে আসতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আটকানোর জন্য পুলিশ শাহবাগ থেকে বাংলামোটরগামী রাস্তায় ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের অবস্থানের কারণে পুলিশ সরে যেতে বাধ্য হয়। ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেন আন্দোলনকারীরা।
এছাড়া শাহবাগ মোড়ে পুলিশের একটি এপিসি কার ও জলকামান ছিল। শিক্ষার্থীরা সেগুলোর উপরে ওঠে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশ গাড়ি দুটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সরিয়ে নেয়। বর্তমানে শাহবাগ মোড় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে শাহবাগের মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। সেখানেও কিছুক্ষণ পরপর আন্দোলনকারীরা পুলিশের সামনে গিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন।