শিরোনাম
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আগুনে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়ে। বেলা সাড়ে ১২টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সূত্র: আরটিভি
হাসপাতালটির পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) খন্দকার তৌফিক জানান, হাসপাতালের ৬ তলায় একটি আইসিইউতে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, দুর্ঘনার সময় কোনো রোগী সেখানে ছিল না। হাসপাতালের কর্মীরা পরিচ্ছন্নতার কাজ করছিলেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১টা দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিসের থেকে আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে কাজ করছে ফায়ার সার্ভিসের তদন্তকারী টিম।