৫০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র

ফানাম নিউজ
  ০৭ জুন ২০২৪, ০২:৪৪

মানবপাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীকে সহায়তা প্রদান ও ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (ইসিট্যাপ) এবং ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) ৫০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৬ মে থেকে আজ ৬ জুন অবধি এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারে মানবপাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীকে সহায়তা প্রদান ও ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (ইসিট্যাপ) এবং ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) ৫০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে।

মার্কিন দূতাবাস বলছে, গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণটি উদ্ভূত পরিস্থিতিতে প্রাথমিক সাড়াদানকারী এবং তদন্তকারী পুলিশকে যথাযথভাবে পাচার সম্পর্কিত অপরাধের তদন্ত, মানবপাচারের শিকারদের সহায়তা, মানবাধিকারের অবমাননা শনাক্ত করা এবং অবৈধ অর্থপাচার চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞানের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রশিক্ষণে অন্তর্ভুক্ত ছিল ভুক্তভোগীদের সহায়তার জন্য আন্তর্জাতিক আইনি নীতি, উপযুক্ত ভুক্তভোগী/বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষাৎকারের কৌশল এবং ব্যবহারিক অনুশীলন সমর্থিত কেস স্টাডির উদাহরণ।

এই প্রশিক্ষণে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিনিধিত্ব করেছিল পুলিশের বিভিন্ন ইউনিট। অংশগ্রহণ করেছিল আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-উত্তরা, মানবপাচার-গুরুতর অপরাধ-সংগঠিত অপরাধ - অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশন – কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ), সাইবার ক্রাইম বিভাগ, সিটিটিসিইউ, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ-ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রাঙ্গামাটি জেলা পুলিশ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর - ইমিগ্রেশন (অপারেশন)-স্পেশাল ব্র্যাঞ্চ (এসবি)।

মার্কিন দূতাবাস জানায়, ইসিট্যাপ এবং আইজেএম প্রশিক্ষণটির মাধ্যমে গত ছয় মাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ পুলিশ এবং মানবপাচারের শিকারদের সহায়তার জন্য অংশীদারিত্ব করেছে, যার ফলে ভবিষ্যতের প্রয়াসে দীর্ঘমেয়াদি সক্ষমতা গড়ে তুলতে পুলিশ প্রশিক্ষকদের বিকাশের দিকে মনোনিবেশ করা হবে।

প্রসঙ্গত, মানবপাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসিট্যাপের বর্তমান প্রচেষ্টাকে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল নারকোটিক্স অ্যান্ড ল’ এনফোর্সমেন্ট অ্যাফেয়ার্স (আইএনএল) ব্যুরো। আইজেএম একটি দাতব্য সংস্থা, যা অনুদানের মাধ্যমে কাজ করে।