টিকা নিবন্ধনে বয়সসীমা ১৮ বছর নির্ধারণ

ফানাম নিউজ
  ২০ অক্টোবর ২০২১, ১৫:৫০

দেশে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধনের জন্য বয়সসীমা কমিয়ে ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। এখন থেকে আঠারোর্ধ্ব যে কেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

মঙ্গলবার সন্ধ্যা থেকে নিবন্ধন পোর্টালে নতুন বয়সসীমা সংযুক্ত করা হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, যাদের বয়স ১৮ বা এর বেশি হয়েছে গতকাল সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে ১৮ বছরের যে কেউ নিবন্ধন করে করোনার টিকা নিতে পারবেন।

এদিকে দেশে করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে। সোমবার রাতে সিনোফার্মের ১০ লাখ ডোজ ও অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান ঢাকায় পৌঁছায়।

আগামী বৃহস্পতিবার রাত ১১টায় সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।