বিএনপি অংশগ্রহণ না করলেও নির্বাচন নিরপেক্ষ হবে

ফানাম নিউজ
  ২৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেছেন, সাংবিধানিক রীতি মেনে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যেকের অধিকার আছে তাতে অংশ নেওয়ার। কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, তিনি তার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করলেন। নিরপেক্ষতার ক্ষেত্রে এটি কোনো প্রভাব ফেলবে না। তবে তাদের আহ্বান জানানো উচিত। বিএনপিকে আহ্বান জানানোও হয়েছে। তারা না এলে তো কিছু করার নেই।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।

সরকার দাবি-দাওয়া না মানায় বিএনপি নির্বাচনে আসছে না। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে কামাল উদ্দিন আহমেদ বলেন, সরকার চেষ্টা করেছে অংশগ্রহণ নিশ্চিত করার। তারা যদি না আসে, তাহলে সরকারের কিছু করার নেই।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নির্বাচনে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া এবং ভোট প্রদানে বাধ্য করা দুটোই মানবাধিকার লঙ্ঘন।

এর আগে, বেলা ১১টায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল সিইসি ও কমিশনের অন্যান্য কমিশনারের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নির্বাচনের প্রচার-প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনসহ নানা বিষয় তুলে ধরে মানবাধিকার কমিশন।