শিরোনাম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সার্জারির পর দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেইসঙ্গে তার সার্জারি সফল হওয়ায় তাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। এর আগে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে বুধবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) সম্পন্ন হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি গতকাল পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, আমি আপনার সাম্প্রতিক মেডিকেল সার্জারির বিষয়ে অবহিত হয়েছি। আপনি ভালো হয়ে উঠছেন জেনে আমি আনন্দিত। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি আরো বলেন, আপনার সুস্বাস্থ্য এবং সামনের দিনগুলোতে উন্নত কর্মশক্তির জন্য প্রার্থনা করি।
এর আগে অক্টোবর ১৯ সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি করা হয়।
বর্তমানে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় আছেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে।