লাল ফিতার দৌরাত্ম বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

ফানাম নিউজ
  ১৩ অক্টোবর ২০২৩, ০৫:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাল ফিতার ধারণার অবসান হলে ব্যবসাবাণিজ্য ভালো হবে। দেশ উন্নত হবে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে। অনেকে মনে করে ফাইল আটকে রাখা ভালো। এটা ঠিক না। আমরা চাই কাজের ক্ষেত্রে যেনো লাল ফিতার দৌরাত্ম না থাকে। আমরা বার বার রাজনৈতিক উদ্যোগ নেই। কিন্তু আটকে যায়। সময় নষ্ট করার সময় নেই। টাইম ইজ টু শর্ট। বিটিভি

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা চামড়া খাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছি। ফিনিশড প্রোডাক্ট রপ্তানি করতে পারলে রপ্তানি তিন বিলিয়ন ডলারে পৌঁছাবে। আমি চাই, ২০৩০ সাল নাগাদ চামড়াজাত পণ্যের রপ্তানি ১০ বিলিয়ন ডলারে উন্নীত হোক। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে দায়িত্ব দিলাম। কারণ যাকে দায়িত্ব দেই সে বসে থাকে। আরেকজনকে দেখিয়ে দেয়। তাই নিজেরাই দায়িত্ব নিলাম।

প্রধানমন্ত্রী জানান, সাভার চামড়া শিল্প নগরীতে ফিনিশড প্রোডাক্টের জন্য ১৫০ একর জায়গা আলাদা করা থাকবে। চামড়া শিল্পের উন্নয়নে আমি চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা দিচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আলাদা একটি চামড়া শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করব।

তিনি বলেন, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের আরও কয়েকটি অঞ্চলে পর্যায়ক্রমে আঞ্চলিক ট্যানারি শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আমরা যদি আঞ্চলিক ট্যানারি শিল্পের উন্নয়ন করতে পারি, তাহলে চামড়া সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবহার বাড়বে। কারণ, এটি আমাদের জন্য একটি বড় শিল্প হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, গোল্ডেন চ্যাং গ্রুপের প্রতিষ্ঠাতা জেমস হো এবং অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জোনাথন বববেট এবং এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মনজুর বক্তব্য রাখেন।