শেখ রাসেল দাবা প্রতিযোগিতা আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ফানাম নিউজ
  ১৬ অক্টোবর ২০২১, ১৩:০৪
আপডেট  : ১৬ অক্টোবর ২০২১, ১৩:৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ‘শেখ রাসেল স্মৃতি র্যা পিড দাবা টুর্নামেন্ট’ আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৩০ জন কূটনীতিক অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এই প্রথমবারের মতো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এ বছর দেশের কূটনীতিকরাই অংশ নিচ্ছেন। সামনের বছর থেকে বিদেশি কূটনীতিকদের নিয়ে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করব।