শিরোনাম
আগামী ২০২৪ সালের মধ্যেই ট্রেনে পদ্মা সেতুর ওপর দিয়ে সরাসরি কলকাতা যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শুক্রবার (১৫ অক্টোবর) নেত্রকোনা বড়স্টেশন প্লাটফর্ম আধুনিকায়ন কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন রেলমন্ত্রী।
নুরুল ইসলাম সুজন বলেন, সারাদেশে মিটারগেজ লাইনকে ডবল লাইন ও ব্রডগেজ লাইনে উন্নীত করা হবে। এ ছাড়াও সুনামগঞ্জের ছাতক এবং মোহনগঞ্জের রেললাইন উন্নীত হলে নেত্রকোনার সঙ্গে সিলেটের যোগাযোগ সহজ হবে।
বাংলাদেশ রেলওয়ের পূর্ব-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে নেত্রকোনা বড়স্টেশন প্লাটফর্ম আধুনিকায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।