পদ্মা সেতু দিয়ে কলকাতা যাওয়ার সময় জানালেন রেলমন্ত্রী

ফানাম নিউজ
  ১৫ অক্টোবর ২০২১, ১৯:৫৪

আগামী ২০২৪ সালের মধ্যেই ট্রেনে পদ্মা সেতুর ওপর দিয়ে সরাসরি কলকাতা যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার (১৫ অক্টোবর) নেত্রকোনা বড়স্টেশন প্লাটফর্ম আধুনিকায়ন কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন রেলমন্ত্রী।

নুরুল ইসলাম সুজন বলেন, সারাদেশে মিটারগেজ লাইনকে ডবল লাইন ও ব্রডগেজ লাইনে উন্নীত করা হবে। এ ছাড়াও সুনামগঞ্জের ছাতক এবং মোহনগঞ্জের রেললাইন উন্নীত হলে নেত্রকোনার সঙ্গে সিলেটের যোগাযোগ সহজ হবে।

বাংলাদেশ রেলওয়ের পূর্ব-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে নেত্রকোনা বড়স্টেশন প্লাটফর্ম আধুনিকায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।