‘বাংলাদেশ-ভারত দু’দেশ হলেও আমাদের রক্ত এক’

ফানাম নিউজ
  ১০ অক্টোবর ২০২১, ২৩:০৯

‘বাংলাদেশ ও ভারত দুই দেশ হলেও আমাদের রক্ত এক’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, বিশ্বের সব সমস্যা দূর করে মা দুর্গা দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল বয়ে আনুক।

তিনি বলেন, এ সময়ে আমরা অনেক মহিষাসুরেরর মুখোমুখি। কোভিড, ঘৃণা, বিদ্বেষ অন্ধকার ঘিরে রয়েছে। দুর্গাপূজা এসব নাশ করে দেশ, জাতি, বিশ্বের মঙ্গল করতে উদ্বুদ্ধ করুক। মা দুর্গা আমাদের নিজেদের জ্ঞান এবং আমাদের প্রচেষ্টায় সাহায্য করে। শান্তির প্রতীক হিসেবে মা দুর্গার আগমন ঘটে। দুর্গোৎসব হচ্ছে সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের উদযাপন।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে সোনার বাংলা গঠনে কাজ করে যেতে হবে।

এর আগে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ২য় সচিব (কূটনৈতিক) দীপ্তি অলংঘাট, সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দসহ আরও অনেকে।