শিরোনাম
দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না।
শুক্রবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর নগর ভবনে এক গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. আতিউর রহমান বলেন, দেশের উন্নয়ন নিয়ে অনেকেই নানা মন্তব্য করে। আমি শুধু এইটুকু বলব, বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। কারণ, মানুষের এখন পণ্য ক্রয়ের সক্ষমতা আছে।
তিনি বলেন, আমাদের গ্রামের আয় রোজগার বেড়েছে। কৃষি ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। গ্রামের কৃষি শ্রমিকরা এখন প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেন।
সাবেক গভর্নর আরও বলেন, শুধু উৎপাদনহীনতার জন্য হয় না দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ হয় মানসিকতার জন্য। তাই সবার আগে মানসিকতার ইতিবাচক পরিবর্তন প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, জেলা প্রশাসক আব্দুল জলিল প্রমুখ।