শিরোনাম
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কম হওয়ার অজুহাতে আবারও বাড়ল ভারতীয় পেঁয়াজের দাম। তিনদিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। তিন দিন আগেও প্রকারভেদে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা দরে। বুধবার (৬ অক্টোবর) তা ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকায়।
হঠাৎ দাম বৃদ্ধি হওয়াতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ ঠিকই রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে করে পেঁয়াজের দাম বৃদ্ধি করে দিয়েছে। বাজার নিয়মিত মনিটরিং হওয়া দরকার।
দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি কমেছে। যার জন্য হিলির মোকামগুলোতে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। দাম বৃদ্ধি হওয়ার কারণে ক্রেতাও কমে গেছে।
এদিকে হিলি স্থলবন্দরের আমদানি ও রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানিয়েছেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। ভারতের কিছু কিছু রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এতে করে পেঁয়াজের উৎপাদন নষ্ট হয়েছে। তবে কিছু রাজ্যে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। অল্প দিনের মধ্যেই দাম কমে যাবে। সামনে পূজার কারণে পেঁয়াজ আমদানি কিছুটা কমে গেছে। সেই জন্য দাম বৃদ্ধি পেয়েছে।
হিলি কাস্টমসের তথ্যমতে চলতি সপ্তাহে ভারতীয় ৯৭টি ট্রাকে ২ হাজার ৬৬৫ মেঃ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।
সূত্র: আরটিভি