শিরোনাম
আগামী ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন করা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির আওতায় আনা হবে। এমপিওভুক্তির সব প্রক্রিয়া চলতি অর্থবছরে শেষ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র: আরটিভি
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর এমপিওভুক্ত করবে।
গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার কারণে কাজের গতি বাস্তবায়ন দ্রুত সম্ভব হয়নি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ শিগগিরই করতে পারব। আশা করি, এ অর্থবছরেই এমপিওভুক্তি সম্ভব। আমাদের অর্থ বরাদ্দও রয়েছে।
সংশ্লিষ্টরা জানায়, বর্তমানে সারাদেশে মোট ৩৯ হাজার ৯২টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে এমপিওভুক্ত কলেজ ৪ হাজার ৭টি, নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ১৯ হাজার ৮৪৭টি, মাদরাসা ৯ হাজার ৩৪১টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৫ হাজার ৮৯৭টি। আর নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচ হাজারের বেশি রয়েছে।
জানা গেছে, দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালের ২৩ অক্টোবর একযোগে ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্তর এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ওই বছরের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। তবে শর্ত পূরণ করতে না পারায় এসব প্রতিষ্ঠানের দু-একটি বাদ পড়েছে।