শিরোনাম
ঢাকার রামপুরা ও লালবাগে ভবন থেকে পড়ে দুই ব্যক্তি মারা গেছেন। তারা হলেন— শাকিল আহমেদ (২০) ও নাসির উদ্দিন বাদল (৬০)।
জানা গেছে, মঙ্গলবার সকালে রামপুরার উলন রোডের একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন শাকিল। ভবনটির বাইরের দিকের বাঁশের মাচান খোলার সময় তিনি দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
অপরদিকে লালবাগের চকবাজারে ৫৯ নম্বর বাড়ির তিনতলা থেকে পড়ে নাসিরের মৃত্যু হয়েছে। গত ১০-১২ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বেশিরভাগ সময়ই রুমের ভেতর তাকে আটকে রাখা হতো।
দরজা বন্ধ থাকায় সকালের দিকে তিনি জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। সেখান থেকে তিনি ভবনটির তৃতীয় তলায় পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।