সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে যা বলেছেন প্রধানমন্ত্রী

ফানাম নিউজ
  ০৫ অক্টোবর ২০২১, ১১:০৩

নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অংশগ্রহণ-পরবর্তী সংবাদ সম্মেলনে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন করেন। এসময় লিখিত বক্তব্য পাঠের পর বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

‘বিমান যেন নিউইয়র্ক-টরেন্টো যেতে পারে’

বিমান বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এবার আমি যে বিমানে গেছি, সেটি ড্রিমলাইনার; সবচেয়ে আধুনিক যাত্রীবাহী বিমান। বেশ অল্প টাকায় আমরা এটা কিনতে পেরেছি। এটার নামও দিয়েছি অচিন পাখি। সরকারে আসার পর বহু চেষ্টায় আমরা অনেকগুলো বিমান একসঙ্গে কিনেছি।

তিনি বলেন, দুর্ভাগ্য, করোনার কারণে অনেক জায়গায় বিমানের যাতায়াত বন্ধ হয়ে গেছে। যার কারণে বিমানগুলোকে পড়ে/বসে থাকতে হয়। বসে থাকলেও এর মেইনটেইনেন্স খরচ রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম- অন্যকে টাকা দিয়ে লাভ কি? নিজেদেরটাই নিয়ে যাই। সেই সঙ্গে এটার বোয়িংও আমেরিকান কোম্পানির, আর জেএফকেতেও নামবে, এটাও আমাদের জন্য আনন্দের বিষয়। মাঝে রিফুয়েলিংয়ের জন্য আমরা ফিনল্যান্ডে অবতরণ করি।

তিনি আরও বলেন, জেএফকেতে আমাদের একটা স্লট ছিল অবতরণের। আপনারা জানেন- বিএনপির আমলে দুর্নীতি ও নানা অপকর্মের কারণে বিমান ধ্বংসপ্রাপ্ত ছিল, জরাজীর্ণ হয়ে গেছিল। আমি এসে যখন নতুন বিমান কিনলাম, আমাদের একটা প্রচেষ্টা ছিল- ওই অবতরণের স্লটটা ধরে রাখা। তাছাড়া আন্তর্জাতিক কিছু নিয়ম রয়েছে সেগুলো ফলো করে আমরা কিছু আইনও করেছি। বোস্টনে গতকাল একটা সভাও হয়েছে। টরেন্টো-নিউইয়র্কসহ আরও কয়েকটি জায়গায় যাতে যেতে পারে, আমরা সেই ব্যবস্থা করছি। এই বিমান ঢাকা থেকে সরাসরি ১৪ ঘণ্টায় নিউইয়র্ক পৌঁছাতে পারে। এর পরিচালন-ক্ষমতা ১৭ ঘণ্টার ওপরে বলে জানান তিনি।

সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, অনেকে অনেক কথা বলতে পারেন, সেটা তাদের মুখেই থাকবে। আমাদের চেষ্টা- দেশের ভাবমূর্তি তুলে ধরা। আন্তর্জাতিক মর্যাদায় যেন দেশের প্রতিটি প্রতিষ্ঠান চলতে পারে সেই কাজই করছি।


টিউলিপের গাড়ি ভাঙচুর অত্যন্ত ‘জঘন্য কাজ’

এক প্রশ্নের জবাবে ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের ওপর হামলার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সে তো শুধু বঙ্গবন্ধুর নাতনি নয়, একজন ব্রিটিশ এমপি। যেহেতু ঘটনা সেখানকার, তারাই (ব্রিটিশ সরকার) বিষয়টি দেখবে। এ ধরনের ঘটনা যারা ঘটায় তাদের ব্যাপারে মানুষই বলুক, তারা কী ধরনের মানুষ! ইংল্যান্ডের মতো সভ্য দেশে এরকম অসভ্য ঘটনা, এ ব্যাপারে আর কী বলবো। ওখানে তো সারাক্ষণ বিরুদ্ধে লেগে থাকার জন্য কিছু লোক আছে। এগুলো দুঃখজনক। তার গাড়ি ভাঙচুর অত্যন্ত জঘন্য কাজ। আমি এ ব্যাপারে কাউকে দোষারোপ করতে চাই না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

মেয়র জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, ডিজিটাল যুগে কথা তো নানাভাবে প্রচার হয়, কীভাবে কে প্রচার করেছে, কী হয়েছে এটা জানার জন্য পার্টি থেকে তাকে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর পার্টি বসবে, এরপর পার্টি সিদ্ধান্ত নেবে।

‘রিফিউজি যেনো একটি ব্যবসা’

লিখিত বক্তব্যের পর এক প্রশ্নের জবাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে একটি গোষ্ঠীর অসন্তোষের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সবকিছুই যেনো একটি ব্যবসা। কেউ কেউ মনে হয় এতে সুবিধা পাচ্ছেন। বিভিন্ন সংস্থার জন্য এটা এক ধরনের ব্যবসা। এরা (রোহিঙ্গারা) না থাকলে তাদের চাকরি থাকবে না।

তিনি আরও বলেন, আমরা আরও এক বিশাল রিফিউজি লালন-পালন করে আসছি। সেটা হলো- পাকিস্তানি রিফিউজি। তারা তাদের নেয়নি, নেবেও না। আমার মনে হয়- রিফিউজি পালা যেনো অনেকের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। রিফিউজি না থাকলে মনে হয় তাদের চাকরিই থাকবে না।

‘জেতা সম্ভব না বলেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কাজে লিপ্ত একটি গোষ্ঠী’

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, অনেকগুলো নির্বাচন হচ্ছে। এই করোনার মধ্যেও ভোটার উপস্থিতিতেও কোনো সমস্যা হয়নি। গত কয়েকদিন আগেও নির্বাচন হলো, যেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বাংলাদেশের একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অনেক চেষ্টা করা হয়েছে। বিএনপিসহ যেসব রাজনৈতিক দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে তাদের জন্ম কীভাবে? এ দলটি কি নির্বাচিত প্রতিনিধি দ্বারা প্রতিষ্ঠিত? বা এমন কোনো নেতৃত্ব, যে নেতৃত্ব বাংলাদেশের জনসাধারণের মৌলিক চাহিদা নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছে? তাও তো না।

তিনি আরও বলেন, তারা তো সুবিধাবাদী ও অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতেগড়া সংগঠন। ২০০৮ সালের নির্বাচন নিয়ে তো তাদের কোনো অভিযোগ নেই। তখন তারা জিততে পারেনি কেন? তখন প্রশ্ন তোলেনি কেন? এরপর যত নির্বাচন হয়েছে, মানুষ তো ভোট দিয়েছে। এজেন্সির সহযোগিতায় সরকারে এসেছে, এখন সেটা পায় না বলে হয়তো তাদের ক্ষোভ- মন্তব্য প্রধানমন্ত্রীর।

তারা কীভাবে জিতবে- প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির একজন এতিমের অর্থ আত্মসাৎকারী (চেয়ারপারসন খালেদা জিয়া), অন্যজন সাজাপ্রাপ্ত আসামি (ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান)। জনগণ কীসের আশায়, কোন ভরসায় তাদের ভোট দেবে? তাদের তো জেতার সম্ভাবনা নেই। সেজন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কাজে লিপ্ত তারা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বিএনপির দুই মেয়াদের শাসনামলের তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এরপরও কারা, কেন, কোন সুখে বিএনপিকে ভোট দেবে? কী কারণে অন্যদের ভোট দেবে? নির্বাচনে জেতার আত্মবিশ্বাসও বিএনপির মধ্যে নেই বলে মন্তব্য করেন তিনি।

সরকারপ্রধান বলেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। মোবাইল দিয়েছি। ইন্টারনেট দিয়েছি। আমরা এগিয়ে যাচ্ছিলাম। করোনার কারণে কিছুটা থমকে গেছি। তবে থেমে যাইনি। জরুরি সবকিছু যতটা সম্ভব চালু রাখার ব্যবস্থা করেছি। এরপরও কেন অন্যদের ভোট দেবে মানুষ- প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জিয়াউর রহমানের শাসনামলে সামরিক বাহিনীর প্রায় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এগুলোর তদন্ত হওয়া উচিত। শুধু তাই নয়, এজন্য প্রয়োজন জনমত তৈরির। আপনারা জাতির পিতার শাসনামল, আমার শাসনামল ও বিএনপিসহ অন্যদের শাসনামলের তুলনা করেন তাহলেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

‘বেশি কাজ করি বলেই গালি দেয়’

প্রধানমন্ত্রী বলেন, এত সুবিধা পেয়ে গালিটা আমার ওপর দিয়ে যায়। আমরা বাঙালির চরিত্র এমনই, ভালো করলে মুখটা ঘুরিয়ে বসে থাকে। আমরা পারলাম কেন তাই তো? বেশি কাজ করি বলে গালিটা আমার ওপর আসে, আওয়ামী লীগের ওপর আসে। এটাই তো বাঙালির চরিত্র।

‘সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন’

নির্বাচন ও নির্বাচন কমিশন গঠনের প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি গঠন করবেন এবং তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। এভাবেই হয়েছে ও হবে।

‘দেশে এখন স্ট্রবেরি-টিউলিপসহ সবই হয়’

দেশে কৃষিখাতে ব্যাপক গবেষণা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, খাদ্য-নিরাপত্তায় গবেষণা হওয়া দরকার। গবেষণা ছাড়া পণ্য উৎপাদন করা যায় না। আমি দেশে এসে দেখলাম, গবেষণার জন্য ফান্ড নেই, টাকা নেই। আমরা প্রথমেই ধান উৎপাদন শুরু করলাম। সেই সঙ্গে সবজিও উৎপাদন করলাম। গবেষণা করেই কিন্তু এসব করা হচ্ছে।

দেশে এখন স্ট্রবেরি-টিউলিপ হয়, এসব গবেষণার ফল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ আপনি সবকিছুই পাচ্ছেন। ছোট মাছ থেকে সবকিছুই, এগুলো গবেষণার ফল। এছাড়াও আমরা কৃষিপণ্য রাখার জন্য চেম্বার করছি। যেখানে কোন টেম্পারেচারে কোন ফসল থাকবে তা নির্ধারিত থাকবে। যেমন টমেটোর জন্য একরকম, ধানের জন্য অন্যরকম।

শেখ হাসিনা বলেন, আমরা কৃষিপণ্য রপ্তানির দিকে বিশেষভাবে নজর দিচ্ছি। তার জন্য প্রথমেই দরকার ফসল ক্ষেত থেকে তোলার পর তা সংরক্ষণ করা ও কার্গোতে তুলে দেওয়া। তার জন্য কার্গো ভিলেজ করতে হবে। যেখানে বিভিন্ন ধরনের চেম্বার থাকবে। যেখানে পণ্যভেদে সবকিছু সংরক্ষণ করা হবে। আমি নিজে নেদারল্যান্ডসে দেখেছি, আমাদের দেশেও এটা করবো।

এসময় তিনি বাংলাদেশের মানুষকে আন্তরিক উল্লেখ করে বলেন, এবার আমাদের কৃষক সময়মতো ধান কাটতে পারেনি। এজন্য সঙ্গে সঙ্গে ছাত্রলীগ নেমে গেল, এমনকি মেয়ররাও। তারাও কৃষকের ধান কেটে দিলেন।

‘সাংবাদিকদের দৃষ্টি ই-কমার্সের দিকেও থাকা দরকার’

দেশে কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতারণার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখন এসব ‘হায় হায় কোম্পানি’ তৈরি হয়, আপনারা (গণমাধ্যম) একটু সচেতন করলে মানুষ আর বিপদে পড়ে না।

সরকারপ্রধান বলেন, মানুষের দুঃসময়ে কিছু প্রতারক তাদের টাকা নিয়ে আত্মসাৎ করে। আমরা চেষ্টা করবো তাদের (প্রতারিতদের) হাতে টাকা পৌঁছে দিতে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাংবাদিকতায় গবেষণার আহ্বান

এক প্রশ্নের জবাবে সরকারপ্রধান সাংবাদিকদের উদ্দেশে বলেন, কীভাবে সাংবাদিকতাকে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, মানুষ আরও বেশি উপকৃত হতে পারে, সে ব্যাপারে আপনারাও গবেষণা করুন। এসময় প্রধানমন্ত্রী তার তহবিল থেকে এ গবেষণার জন্য অর্থ দেওয়া হবে বলে জানান।

সাংবাদিকদের টাকা কল্যাণ ট্রাস্টে চলে গেছে, ট্রাস্ট যার প্রয়োজন তাকে দেবে বলেও এক প্রশ্নের জবাবে জানান প্রধানমন্ত্রী।

‘যেকোনো অবস্থা মোকাবিলা করার সক্ষমতা বাংলাদেশের আছে’

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তালেবানকে ভয় পাওয়ার কিছু নেই। যেকোনো ধরনের ঘটনা মোকাবিলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে। ভয় পেলে ভয়, না পেলে কিছু নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও আমি আফগানিস্তান-প্যালেস্টাইন নিয়ে কথা বলেছি। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশ থেকে সেখানে (আফগানিস্তান) গিয়ে অনেকে ট্রেনিং নিয়ে আসে। আমরা এরকম অনেক ঘটনা সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে এনেছি। যেমন- হলি আর্টিসানের ঘটনা।

জঙ্গি-সন্ত্রাসের বিষয়ে সচেতনতা তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, এটা যে দেশের জন্য মঙ্গল বয়ে আনে না, এটা যে দেশের জন্য ক্ষতিকর- এ বিষয় মানুষকে সচেতন করতে হবে। আমরা চাই শান্তি। এসময় প্রধানমন্ত্রী মানুষের মাঝে এ ব্যাপারে সচেতনতা তৈরিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

‘ভাঙা ঘর দেখলেন, কে ভাঙল তা দেখলেন না?’

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়হীনদের জন্য সরকার যে ঘর দিয়েছে তা ধসে পড়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আশ্রয়ণ প্রকল্পে নয়টি জায়গায় দুর্নীতি পেয়েছি। এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দেড় লাখ ঘর দেওয়া হয়েছে, এগুলোর সবগুলোই কি ভেঙে পড়েছে না কেউ ভেঙেছে- প্রশ্ন রাখেন তিনি।

সরকারপ্রধান বলেন, আপনারা ভাঙা ঘর দেখলেন, ভাঙলো কীভাবে তা দেখেননি। আমি কি সেই উত্তর পাবো কোনোদিন? যারা দারিদ্র্য দেখিয়ে পয়সা এনে খায়, এই ঘর দেওয়ায় তাদের আঁতে ঘা লেগেছে। আওয়ামী লীগ এত ঘর দিয়েছে, এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করতেই হবে!

এসময় প্রোজেক্টরে ক্ষতিগ্রস্ত কিছু ঘরের ছবি দেখিয়ে তিনি বলেন, এগুলো হাতুড়ি-শাবল দিয়ে ভেঙেছে। আপনারা বিষয়টি একটু ভালো করে দেখেন, খোঁজ নেন। আপনারা এটা খুঁজে বের করলেন না, কারা এটা ভাঙলো। করোনাকালে ঘরগুলো তৈরির ফলে এতো মানুষের কাজের সুযোগ হলো, সেটাও দেখলেন না। আমি কি জানতে পারি কেন আপনারা এটা দেখেননি?

এর আগে, গত সেপ্টেম্বরে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘৩০০ ঘর কিছু মানুষ নিজে হাতুড়ি-শাবল দিয়ে ভেঙে তারপরে মিডিয়ায় সেগুলোর ছবি প্রকাশ করেছে। যারা ভেঙেছে, তদন্তে তাদের সবার নাম বের করা হয়েছে।