শিরোনাম
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে মৃত্যু হয়েছে আরও দুই বাংলাদেশির।তারা হলেন হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও মোছা. রামুজা বেগম (৫৪)। এ নিয়ে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রী মারা গিয়েছে।
শনিবার (১৮ জুন) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হেলাল উদ্দিন মোল্লার বাড়ি জয়পুরহাট সদরে। তার পাসপোর্ট নম্বর EE0385376। রামুজা বেগমের বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে। তার পাসপোর্ট নম্বর BW0843328।
এর আগে বৃহস্পতিবার হজ করতে গিয়ে নুরুল আমিন আরও এক বাংলাদেশির মৃত্যু হয়। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের।
শনিবার (১৮ জুন) পর্যন্ত মোট ৪৮টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ১৮ হাজার ৪১ জন যাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৬৫৬ জন হজযাত্রী।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৬টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।
৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।
সূত্র: আরটিভি