যেদিন থেকে ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন চালকরা

ফানাম নিউজ
  ০৩ অক্টোবর ২০২১, ১৮:৩৯

সব জটিলতার অবসান ঘটিয়ে আটকে থাকা ড্রাইভিং লাইসেন্স বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার (০৩ অক্টোবর) বিআরটিএ’র সহকারি পরিচালক (ঢাকা মেট্রো-১ সার্কেল) শামসুল কবীর বলেন, চলতি মাসের ১০ অক্টোবরে পুরনো স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট হওয়ার কথা। ওইদিন প্রিন্ট হলে ১১ অক্টোবর থেকে লাইসেন্স বিতরণ শুরু হবে। সূত্র: আরটিভি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সেনাবাহিনীর অধীন মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) যৌথ উদ্যোগে আটকে থাকা ১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।

বিআরটিএ’র সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালক মাহবুব-ই-রব্বানী বলেন, সেনাবাহিনীর অধীন মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) এই উদ্যোগ নিয়েছে। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ছাপার কাজ শুরুর ছয় মাসের মধ্যে আটকে থাকা ১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ শেষ করবে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টরা জানায়, রাজধানীর পল্লবীতে স্থাপিত এনরোলমেন্ট স্টেশনে আবেদনকারীদের আঙ্গুলের ছাপ নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস বলেন, গত ২৯ আগস্ট বিএমটিএফের সঙ্গে বিআরটিএর এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে।