শিরোনাম
বুধবার দুপুরে সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছে, আমি বারবার বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি রেশনিং চালু করেন। রাস্তার ওপর দাঁড়িয়ে টিসিবির পণ্য নেয়া অত্যন্ত অপমানজনক।
কল্যাণ রাষ্ট্র করার জন্য আপনি সারা বাংলাদেশকে আলোকিত করেছেন। আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু সেই আলো যদি কৃষকের বাড়িতে না যায় তাহলে তো আমাদের ব্যর্থতা।
খালেদা জিয়ার জামিন প্রশ্নে ডা. জাফরুল্লাহ বলেন, জামিন পাওয় খালেদা জিয়ার মানবিক অধিকার, নৈতিক অধিকার। খালেদা জিয়া তো কাউকে খুন করেননি। আমি মনে করি ন্যায়ের খাতিরে তাকে জামিন দেওয়া উচিত।
তিনি বলেন, আমি বলব যে, আন্দোলন করে দলীয় সরকারের অবসান ঘটাতে হবে। নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে। এ নির্বাচন কমিশনকে তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এটা করতে না পারলে তাদের পদত্যাগ করা উচিত।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্র না আনতে পারলে, মানুষ ভোট দিতে না পারলে, জাতির ইতিহাসে আপনি অধঃপতিত হবেন। কিন্তু আপনার অনেক ভালো কাজ আছে। আমরা মনে করি আপনি সাহস করে সুষ্ঠু নির্বাচন দেন। আপনি জয়ী হবেন।
সূত্র: দেশ রূপান্তর