রাজধানীতে টিসিবির ছোলা বিক্রি শুরু

ফানাম নিউজ
  ২২ মার্চ ২০২২, ১২:৩৪
আপডেট  : ২২ মার্চ ২০২২, ১২:৩৮

রাজধানীতে ছোলা বিক্রি কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 
সোমবার থেকে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দৈনিক ১৫০টি ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি।

প্রতিকেজি ছোলার দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি ছোলা কিনতে পারবেন। টিসিবি জানিয়েছে, ছোলার সঙ্গে সয়াবিন তেল, চিনি, ডাল, পেঁয়াজ বিক্রি কার্যক্রম আগের মতো চলবে।

দুই পর্বে টিসিবির এই কার্যক্রমের প্রথম পর্ব চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। দ্বিতীয় পর্বে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া প্রতিদিন টিসিবির ট্রাকে পণ্য পাওয়া যাবে।

সূত্র: যুগান্তর